ছিন্নমূল – শাহিদ রিপন

ছিন্নমূল – শাহিদ রিপন

ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান14Sharesপরিচয় হীন মানব আমি জন্ম আমার পথের ভীড়ে, চলছি আমি অজানাতে এই জগত সংসারে। কূলহীন জীবন আমার দুঃখের সাথে সখ্যতা, স্থান আমার ঘৃণার চোখে নেই মায়া নেই মমতা। ভ্রূণটি আমার প্রশ্ন বিদ্ধ নর- নারীর ভিন্ন ভুল, মানব আমি সমাজ বিহীন তাইতো আমি ছিন্নমূল। ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান14Shares

ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

পরিচয় হীন মানব আমি জন্ম আমার পথের ভীড়ে,

চলছি আমি অজানাতে এই জগত সংসারে।

কূলহীন জীবন আমার দুঃখের সাথে সখ্যতা,

স্থান আমার ঘৃণার চোখে নেই মায়া নেই মমতা।

ভ্রূণটি আমার প্রশ্ন বিদ্ধ নর- নারীর ভিন্ন ভুল,

মানব আমি সমাজ বিহীন তাইতো আমি ছিন্নমূল।


ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

COMMENTS