আলোকিত পাঠশালা- মিশে আছে একদল তরুন-তরুনীর স্বপ্ন।

আলোকিত পাঠশালা- মিশে আছে একদল তরুন-তরুনীর স্বপ্ন।

ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

                                                            আলোকিত পাঠশালার ছাত্র ছাত্রীদের একাংশ।

২০১৫ সালের ১৮ জানুয়ারি নিবেদিত প্রান কিছু তরুন তরুনীর অক্লান্ত পরিশ্রম উদ্যোগী মানসিকতার ফলে গড়ে উঠেছিল আলোকিত পাঠশালা। যেখানে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত পরিবারের শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে মান সম্পন্ন শিক্ষা প্রদানের পাশাপাশি বিগত চার বছর ধরে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানান কর্মসূচী অব্যাহত ভাবে পালন করে যাচ্ছে আলোকিত পাঠশালা ফাউন্ডেশনের একদল উদ্যোমী তরুন তরুনী। সেই ধারাবাহিকতা রক্ষার্থে আলোকিত পাঠশালার কার্যক্রমকে গতিশীল করতে দুই বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

আসুন আজ আপনাদের সামনে এই সুন্দর মনের তরুন তরুনীদের পরিচয় করিয়ে দিচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের দেশের কিছু অসহায় শিশু আধুনিক শিক্ষার ছোঁয়া পাচ্ছে।

এই কমিটিতে যারা সত্যিকার আলোকিত মানসিকতায় উজ্জ্বল, এই নক্ষত্রদের পরিচিতিমুলক ছবি।

সভাপতিঃ ফৌজিয়া কবির।

 

সহ সভাপতিঃ নিশাত শাহরিয়ার।

 

 

 

 

 

 

 

সাধারণ সম্পাদকঃ সাবিনা খানম দিবা

 

 

সহ সাধারণ সম্পাদকঃ লোকমান হোসেন তারেক।

 

অর্থ-সম্পাদকঃ আবু সালেহ

 

শিক্ষা সম্পাদকঃ কাজী সাবিলা

 

সংস্কৃতি ও প্রচার সম্পাদকঃ আনিসা তাসনিয়া কারিমা।

 

এই কমিটির মেয়াদ ০১/০৭/২০১৮ থেকে ৩০/০৬/২০২০ সাল পর্যন্ত। নতুন কার্যকরী কমিটি তাদের দায়িত্বভার গ্রহনকালে সকলের সহযোগিতা কামনা করেন এবং নতুন পুরনো সবাই একই সাথে সহযোগীতার হাত মিলিয়ে আলোকিত পাঠশালা ফাউন্ডেশন নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিংঃ সংস্কৃতি ও প্রচার সম্পাদক, আলোকিত পাঠাশালা।


ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

COMMENTS