মৃত কৃষকের লালিত স্বপ্ন

মৃত কৃষকের লালিত স্বপ্ন

ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

মৃত কৃষকের লালিত স্বপ্ন

__________________নিভৃতচারী শেফুল

 

কতবার নিষেধ করেছি বল ?

নিজেকে  রাখিস আরো একটুখানি গুছিয়ে,

সাজিয়ে রাখিস তোর আপন আলোয়,আপন ছন্দবৃত্তের ব্যস্ততায়।

আর, কল্পনার আকাশে উড়িস রঙ্গিন মেঘের ভেলায়।

 

তবুও, ছড়িয়ে দিলি নিজেকে মরুর বুনো জমিন জুড়ে।

অনাবাদী জমিনে মৃত কৃষকের স্বপ্নে ।

উদ্ভ্রান্ত উল্লাসে কিম্বা- পৈষাচিক পরিশ্রমে,

পল্লবিত ফুলেল বাতানে, প্রজাপতির খেলায়।

উন্মাদের বৃথা জল ঢালার সেই পুরোনো মৃত কৃষকের

মৃত্যুর পরের স্বপ্নরা কেঁপে উঠে আবারো  ।

জমিনের কোনায় কিম্বা খাঁজে, বুনো ঘাসফুল মাড়িয়ে,

সময় এগিয়ে যায়, মৃত কৃষকের লাঙ্গলের ধাঁরালো ফলায়।

 

 

TIME:- 08.53 PM

28.03.2015


ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

COMMENTS