জানা-অজানা মজার কিছু তথ্য 02

ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

জানা-অজানা মজার কিছু তথ্য 02

 

অনেক ছোট ছোট তথ্য আছে যেগুলো মনে হতে পারে অদ্ভুত, রীতিমতো আশ্চর্যজনক। নিচে তার কয়েকটি তথ্য তুলে ধরা হলো
* আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কারক অথচ তিনি কখনই তার স্ত্রীকে ফোন করেননি।
* আই অ্যাম হচ্ছে ইংরেজিতে সবচেয়ে ছোট বাক্য।
* পিঁপড়ারা কখনই ঘুমায় না।
* হাতি একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারে না।
* আপনি কখনই আপনার নিজের প্রশ্বাস বন্ধ করে নিজেকে মেরে  ফেলতে পারবেন না।
* চকোলেট একটি কুকুরকে মেরে ফেলতে পারে। চকোলেটে থাকা থ্রিও ব্রোমিন উপাদান যা কুকুরের হার্ট এবং নার্ভ সিস্টেমের ওপর বিরূপ প্রভাব ফেলে।
* বাটারফ্লাইকে আসলে বলা হতো ফ্লুটারফ্লাই।
* যদিও বলা হয় Assasination  এবং bump শব্দ দুটি শেক্সপিয়ার আবিষ্কার করেছিলেন কিন্তু এ নিয়ে অনেক বিতর্কও আছে। বলা হয় তিনি আসলে এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন।
* ইংরেজি শব্দে set’ শব্দটির প্রচুর সংজ্ঞা রয়েছে অন্যান্য শব্দের চেয়ে।
* কোকাকোলা আসলে সবুজ রঙের ছিল।
* মানুষের হাতের নখ পায়ের নখের চেয়ে ৪ গুণ দ্রুত বাড়ে।
* তরমুজের ভেতরের ৯২ শতাংশ পানি সেটির আদি উৎসস্থল কিনা আফ্রিকার কালাহারি মরুভূমি।
* ডলফিন একই সঙ্গে ঘুমাতে ও সাঁতার কাটতে পারে।
* ইংরেজিতে ‘dreamt’ একমাত্র শব্দ যা শেষ হয়েছে সঃ দিয়ে।
* লিওনার্দো দ্যা ভিঞ্চিকেই কাঁচির আবিষ্কারক ধরা হয়।
* ক্যাঙ্গারু পেছনের দিকে হাঁটতে পারে না।
* অক্টোপাসের হার্ট তিনটি।
*২৪ ঘণ্টায় বাঁশ তিন ফিট পর্যন্ত বাড়তে পারে।

ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

COMMENTS