আর যদি না ফিরি

ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

 

তনয়া বাগচী তিশা

গোটা শহর চোখে আগুন জ্বেলে বসে আছে,

আর আমি? এক পা এক পা করে এগিয়ে আসি জীবনে,

এস্ত আমায় জাপটে ধরে শুধু তোমায় হারানোর ভয়।

ইচ্ছে হয় চিৎকার করে ছিন্ন-ভিন্ন করে দেই স্মৃতিময় এই আকাশ,

তোমার শরতের নৌকো! আমার বুকে ভুলে জন্মানো ঘাসফুল।

আর যদি না ফিরি…. খুঁজে নেবে কী আমায়,

নিস্তব্ধ রাতে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলোয়,

চড়ুইয়ের সেই ছোট্ট নীড়ে? ঠিক যেখানে সুখ থাকে.. …..

তৃষ্টা মেটায় প্রেম। এক আকাশ মুক্তি বুকে নিয়ে,

ইচ্ছেরা অবিরাম আকেঁ স্বপ্ন। আর যদি না ফিরি….

খুঁজে নেবে আমায়,আস্তাকুঁড়ের সেই প্রানে?

ঠিক যেখানে স্বর্গ মেলে অপ্রাপ্তি কাঁদে…….জীবন হাসে।

কী, খুঁজবে তো?


ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

COMMENTS