নিজেদের গ্যাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) আরো শক্তিশালী করতে নতুন চিপ তৈরির কাজে হাত দিয়েছে অ্যাপেল।
এই চিপগুলো ব্যবহার করে ফেস রিকগনাইজেশন ও উন্নত ব্যাটারি লাইফের সুবিধা পাওয়া যাবে। ভবিষ্যতে এই চিপগুলো ব্যবহার হবে স্বয়ংক্রিয় গাড়ি, ডিজিটাল চশমা এমনকি আইফোন ও আইপ্যাডে।
অ্যাপেলের খবরটি এমন সময় সামনে আসলো যখন গুগল, অ্যামাজন ও মাইক্রোসফট তাদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা যোগ করে তাদের অর্জনের পাল্লা ভারী করেছে।
গত সপ্তাহে আয়োজিত গুগল ডেভেলপারদের সম্মেলনে, গুগল তাদের নির্মিত বিভিন্ন পণ্যে (ফোন, গাড়ি ও স্পিকার) কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা যোগ করেছে।
গত বছর অ্যাপেল তাদের আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী সিরির ফিচারে কিছু উন্নয়ন ঘটায়। অ্যাপেলের ডেভেলপার কনফারেন্স অনুষ্ঠিত হবে চলতি বছরে ৫ জুন। তাই অনেকেই ধারণা করছেন, সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অ্যাপেলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে।
COMMENTS