নারীর নগ্নদেহে জন পপ্লেটনের বিচিত্র ধরনের পেইন্টিং

ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

প্রকৃতির সঙ্গে নারীর রূপ মিলিয়ে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ শিল্প।

বডি পেইনটিংয়ে কখনো ফুটিয়ে তোলা হয় নারীর আবেগ আবার কখনো ফুটিয়ে তোলা হয় তার রুপের মাধুর্য। কখনো আবার এই প্র্রকৃতির সঙ্গে মেলবন্ধন তৈরি করা হয়। জন পপ্লেটনের বডি পেইনটিংয়ে প্রাধ্যান্য পেয়েছে প্রকৃতির রূপের সঙ্গে নারীদেহের মিল। প্রকৃতির মাধুর্যের সঙ্গে নারীর রূপের মিশ্রণ ঘটিয়ে সৃষ্টি করেছেন অসাধারণ এক শিল্প। জন পপ্লেটনের তার বডি পেইনটিংয়ে আল্ট্রা-ভায়োলেট রশ্মি ব্যবহার করেছেন। পেছন থেকে আল্ট্রা-ভায়োলেট রশ্মির আলো আর সামনে থেকে রঙতুলি দিয়ে আঁকেন বিচিত্র রকমের ডিজাইন। কোনো পেইনটিংয়ে দেখা যায় বিশাল মরুভূমি আবার কোনোটিতে দেখা যায় বিশাল সৌরজগত। এরকম বিচিত্র সব শিল্প বিশ্বব্যাপী জনপ্রিয়তা এনে দিয়েছে।

জন পপ্লেটনে তার সব ছবিতেই আল্ট্রা-ভায়োলেট রশ্মি ব্যবহার করেছেন।

জন পপ্লেটনে বসবাস করেন যুক্তরাষ্ট্রের উতাহ অঞ্চলে। স্ত্রী বেকিসহ তিন ছেলেমেয়ে নিয়ে তার সংসার। ছোটবেলায় স্কুল থেকে বাদ পড়ে অনেক পেশায় জড়িয়েছেন তিনি। অবশেষে তার ভালোলাগার পেশা চিত্রশিল্পকে বেছে নিয়েছেন। প্রায় ২০ বছর ধরে এই পেশায় আছেন জন।

দুই নারীর শরীরে রঙতুলি দিয়ে আফ্রিকার কোনো এক মরুভূমির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

প্রকৃতি


ভাল লাগলে শেয়ার করে সবাইকে জানান

COMMENTS