১৯২৭ সাল থেকে ব্যক্তিমালাকানায় রয়েছে গ্রীসের বারগাইলিয়া শহরটি। ১৩৩ হেক্টর বা ৩৩০ একর আয়তনের এ শহরটি এবার বিক্রির ঘোষণা দিয়েছেনএর মালিক মালিক হুসেইন ইউকপিনার।আড়াই হাজার বছরের পুরনো শহরটির দাম ধরা হয়েছে ৩৫ মিলিয়ন লিরা (৮.৪ মিলিয়ন ডলার)।
স্থানীয়ভাবে গ্রেড ওয়ান নথিভূক্ত প্রত্নতাত্তিক এ সাইটটিতে আছে থিয়েটার, প্রাচীন গ্রীসের নগরদুর্গ, মহল্লা এবং আরো গুরুত্বপূর্ণ স্থাপনা। কিন্তু এসব এখন গো-চারণভূমিতে পরিণত হয়েছে। এখানকার বিশাল এক আশ্রম এখন পশুর থাকার জায়গা হিসেবে ব্যবহার হচ্ছে।
মালিক হুসেইন ইউকপিনার বলেন, তিনি একা এই প্রাচীন নগরীটি রক্ষা করতে পারছেন না। তাই এখন সরকারকে আহ্বান জানাচ্ছেন যাতে করে সরকার পদক্ষেপ নেয়।
প্রাচীন এই নগরীটি কোন তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক খননকাজ করা হয়নি। আবার এটা এখন সম্পদ শিকারিদের নজরে রয়েছে। ইতিমধ্যে রোমান সাম্রাজ্যের মোজাইক চুরি হয়েছে বলে খবর বের হয়েছে।
পরেও কোন সরকার এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়নি কারণ এটা ব্যক্তি মালিকানার অধীনে ছিল।
এবারই যে এই শহরটি বিক্রির চেষ্টা চলছে এমনটা নয়। ২০১৫ সালেও একবার বিক্রির চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেউ এগিয়ে আসেনি। তবে এবারে গত বারের মূল্যের তুলনায় দুই মিলিয়ন কম মূল্য নির্ধারণ করা হয়েছে।
COMMENTS