আমি ভালবাসি একাকীত্ব তা
তোমার দেওয়া অশ্রুজলে সিক্ততা,
ভোরের শিশিরে ভেজা ছিল ঘাস
তোমার প্রতি করা অভিমানেও কষ্টে
পূর্ণ ছিল আমার এই ছোট্ট আকাশ।
ভোরের কুয়াশায় অদেখা তুমি,
নিস্তব্ধে ছুয়ে ছিলে আমার আকাশ!
দেখা হয়নি তোমায় স্পষ্ট করে,
কেন জানো?? কারণ
অশ্রুজলে ঝাপসা ছিল দৃষ্টি আমার।
তোমার-আমার করা অগনিত ভুলগুলো কূল হারিয়ে ছিল,
হারিয়ে ছিল লক্ষ্য, কিসের ঘোরে ছিলাম জানিনা,
শুধু জানি তোমার প্রতি আমার অভিমান গুলো প্রতিনিয়ত বাড়ছিল।
তোমায় কাছে পাওয়ার ছিল অকূল আশা,
দিন শেষে কী পেলাম জানো??
শুধুই হতাশা। তোমায় নিয়ে দেখা স্বপ্ন গুলো,
স্বপ্নই রইলো কেবল মাত্র
ভোরের ফুটন্ত ফুলগুলো বেলা শেষে ঝড়ে গেল।।