অন্যান্য

ভিয়েতনামের গুহায় এক আশ্চর্য পৃথিবী!

By Green Desk

May 02, 2018

ভিয়েতনামের হ্যাং সন ডুং-ই হল পৃথিবীর সবথেকে বড় প্রাকৃতিক গুহা। স্বাগত এর অন্দরে। ২০০৯ সালে এই গুহায় প্রথমবারের জন্য মানুষের প্রবেশ ঘটে। তবে ১৯৯১ সালে এক চাষি প্রথম এর সন্ধান পান।

এটিই পৃথিবীর সবথেকে বড় প্রাকৃতিক গুহা।গুহাটি ৫ কিলোমিটার লম্বা। গুহার নীচে নামতে চান? এই রইল রাস্তা।

নীচে দেখা যাচ্ছে গভীর জঙ্গল। কল্পনা করতে পারছেন, এটা গুহার ভিতরে! ঢোকার ঠিক পরেই এই দৃশ্য চোখে পড়ে। গুহায় ঢোকার আর একটি রাস্তা।

 

গুহাটি সম্পর্কে আরো জানতে চাইলে এখানে ক্লিক করে ঘুরে আসুন গুহার ভেতর থেকে!

ভিডিওটি দেখতে পারেন, এখানে ক্লিক করে।

ভাল লাগলেও শেয়ার কখনোই করবেন না।