প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপেলের গ্যাজেটে যোগ হচ্ছে

By Green Desk

April 27, 2018

নিজেদের গ্যাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) আরো শক্তিশালী করতে নতুন চিপ তৈরির কাজে হাত দিয়েছে অ্যাপেল।

এই চিপগুলো ব্যবহার করে ফেস রিকগনাইজেশন ও উন্নত ব্যাটারি লাইফের সুবিধা পাওয়া যাবে। ভবিষ্যতে এই চিপগুলো ব্যবহার হবে স্বয়ংক্রিয় গাড়ি, ডিজিটাল চশমা এমনকি আইফোন ও আইপ্যাডে।

অ্যাপেলের খবরটি এমন সময় সামনে আসলো যখন গুগল, অ্যামাজন ও মাইক্রোসফট তাদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা যোগ করে তাদের অর্জনের পাল্লা ভারী করেছে।

গত সপ্তাহে আয়োজিত গুগল ডেভেলপারদের সম্মেলনে, গুগল তাদের নির্মিত বিভিন্ন পণ্যে (ফোন, গাড়ি ও স্পিকার) কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা যোগ করেছে।

গত বছর অ্যাপেল তাদের আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী সিরির ফিচারে কিছু উন্নয়ন ঘটায়। অ্যাপেলের ডেভেলপার কনফারেন্স অনুষ্ঠিত হবে চলতি বছরে ৫ জুন। তাই অনেকেই ধারণা করছেন, সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অ্যাপেলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে।